ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:-
কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ এবং কর্ণফুলি পেপার মিলস( কেপিএম) লিমিটেডের এর যৌথ উদ্যোগে করোনা সংক্রমন প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারনা এবং মাস্ক বিতরন করা হয়েছে।
সোমবার(৫ জুলাই) বিকালে কেপিএম আবাসিক এলাকার কলাবাগান, সিনেমাহল, বারোঘোনা সহ বিভিন্ন জায়গায় এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী সহ কেপিএম এর কর্মকর্তা, ইউপি সদস্য এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি চন্দ্রঘোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিন দিন করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায়, এলাকাবাসীকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার জন্য মাইকিং এর মাধ্যমে ইউপি চেয়ারম্যান সচেতনতামুলক প্রচারনা চালান। এছাড়াও লকডাউন কার্যকরে তিনি এলাকাবাসীকে সরকারি নির্দেশনাগুলো মেনে চলতে আহবান জানান।