আকস্মিক বজ্রপাতে দুই মহিলা আহত বাংগালহলিয়ায়

নিজস্ব প্রতিবেদক

 

অভি বড়ুয়া, রাজস্হলী প্রতিনিধিঃ-

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা অধীন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড শফিপুর গ্রামে( আবাসিক পাড়া) সোমবার (১২ই জুলাই) সন্ধ্যা ৬ টায় দু’জন মহিলা আকস্মিক বজ্রপাতে আহত হয়। তারা উভয়ে বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর গ্রামের আবাসিক পাড়ার স্হায়ী বাসিন্দা বলে জানা গেছে।

স্হানীয়সূত্র হতে জানা গেছে, উভয়ে নিজেদের ঘরের কাজ সম্পাদন করার সময় আকস্মিক বজ্রপাতের দু’জনই আহত হয়ে পড়ে । আহতরা হলেন সাবিনা আক্তার(২১) ও শারমিন আক্তার (২২)। আহতাবস্থায় পরিবারের সদস্যরা তাদের নিকটবর্তী শারজাহ হাসপাতাল( সুখবিলাস, পদুয়া ইউনিয়ন) এ নিয়ে যাই। তারা বর্তমানে চিকিৎসাধীন আছে এবং তাঁরা আগের চেয়ে অনেকটা সুস্হ আছে ও আশংকামুক্ত বলে ডাক্তার জানিয়েছেন।

উক্ত ঘটনায় ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান ঞোমং মার্মা ও ৩নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম ঘটনাটি সত্যতা যাচাই করে, তাদের চিকিৎসার উন্নতির কথা জানিয়েছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত