রাঙ্গুনিয়া এম.ডি.আর. ফাউন্ডেশন দিল লালানগর কমিউনিটি ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার

নিজস্ব প্রতিবেদক

 

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

করোনা মহামারীতে রোগীর অক্সিজেন সংকট নিরসনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আ.লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদের আহ্বানে লালানগর কমিউনিটি ক্লিনিকে ব্যাক্তিগত উদ্যোগে দুটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে মাস্টার দলিলুর রহমান ফাউন্ডেশন(এমডিআরএফ) এর প্রতিষ্ঠাতা আজিজুল ইসলাম তালুকদার।

সোমবার (১২ জুলাই) বিকেলে লালানগর কমিউনিটি ক্লিনিকে মাস্টার দলিলুর রহমান ফাউন্ডেশন এর পক্ষে উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার এসব অক্সিজেন সিলিন্ডার কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক কাজী মনসুর আহমেদ এর কাছে হস্তান্তর করেন।

এসময় লালানগর ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মঈন উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন শওকত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলমগীর, কাজী হোসনে মোবারক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, আবদুর রহিম আরমান উপস্থিত ছিলেন।

লালানগর কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক কাজী মনসুর আহমেদ বলেন, এই দুটি সিলিন্ডার লালানগর সহ আশপাশের কোভিড রোগী বা সাসপেকটেড রোগীর অক্সিজেনের সংকট নিরসনে কাজ করবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত