ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি:-
দিন দিন কাপ্তাইয়ে করোনা সংক্রমনের হার উর্ধ্বগামী হচ্ছে । সোমবার কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিজেন টেস্টে আরো ৯ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে জানান কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ও করোনার ফোকাল পার্সন ডাঃ ওমর ফারুক রনি।
ডাঃ রনি জানান, সোমবার সকালে এন্টিজেন টেস্টে ২০ জনের সেম্পল পরীক্ষা করা হয় যেখানে ৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তৎমধ্যে কাপ্তাইয়ের নতুন বাজার, কেপিএম, চিৎমরম, দেবতাছড়ি ও বড়ইছড়ি এলাকার বাসিন্দা রয়েছে।