
আমজাদ শিকদার, হরিরামপুর (মানিকগঞ্জ।)
হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের দিয়াবাড়ী আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
মঙ্গলবার ১৩ জুলাই তিনি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং আশ্রয়ন প্রকল্পে বসতিদের সাথে মত বিনিময় করেন। তাদের সার্বিক খোজ-খবর নেন ও তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও হরিরামপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
বলড়া ইউনিয়নের পিপুলিয়াতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরির্দশন করেন এবং উপকারভোগীদের সাথে মত বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বিল্লাল হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ জুবায়ের, প্রকল্প কর্মকর্তা মোঃ মানিকুজ্জামান, চালা ইউপি চেয়ারম্যান মোঃ শামসুল আলম বিশ্বাস (শিরু) প্রমুখ।