
ইমাম হোসেন জীবন চট্টগ্রামঃ
কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিন মিঠাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ১০,৪০০ পি স ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।১৩জুলাই,আনুমানিক ১১.১৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫,এর একটি চৌকস আভিযানিক দল নিম্নোক্ত স্থানে পৌছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারীরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। মােঃ সৈয়দ উল্লাহ ( ২১ ) , পিতাঃ মােঃ সৈয়দ নুর , মাতাঃ ছকিনা বেগম , সাং – মধুছােনা ১ নং – ওয়ার্ড , ইউপি হলুদিয়াপালং , থানা – উখিয়া , জেলা – কক্সবাজার ,২। মােঃ কালু ( ৪২ ) , পিতাঃ মৃতঃ নুর আহম্মদ , মাতাঃ মৃতঃ গুলবাহার , সাং – খুনিয়াপালং , ৩ নং – ওয়ার্ড , ইউপি – খুনিয়াপালং , থানা – রামু , জেলা – কক্সবাজারদের ধৃত করে । ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমােট ১০,৪০০ ( দশ হাজার চারশত ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।
র্যাব-১৫,কক্সবাজার গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে , কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিন মিঠাছড়ি কালা খন্দকার পাড়ার জনৈক মােঃ হানিফ এর চা দোকানের সামনে কক্সবাজার টু টেকনাফগামী পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় – বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে এবং গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে ।
জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে , তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
র্যাব ১৫ কক্সবাজার এর এমন মাদক মাদকদ্রব্য চালান আটক,মাদক কারবারি আটক ও অন্যান্যা অপরাধীদের দৃষ্টান্তমূলক ধ্বংসকরণ কার্যক্রম অত্র এলাকার তরুণ নওজোয়ান দের ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে রক্ষা ও সবরকম ন্যায়উদ্দোেমে সহায়ক ভূমিকা রাখবে বলে সচেতন মহলের আশাবাদী।