কাপ্তাইয়ে কোরবানি পশুর দাম চড়াঃ পাহাড়ী গরুর চাহিদা বেশী

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই নতুনবাজার আনন্দ মেলাঘাটে কোরবানির গরুর হাট।

ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধিঃ

এখনোও বেশ জমে উঠেনি কাপ্তাইয়ের একমাত্র কোরবানি পশুর হাট নতুনবাজার আনন্দ মেলা মাঠ। গত রবিবার হতে এই মাঠে পশুর হাট বসেছে। ক্রেতার অভাবে অনেক গরু বিক্রেতা অলস সময় পার করছেন। তবে যে কজন ক্রেতা হাটে এসেছে তাঁরা জানান, এই বছর পশুর দাম একটু বেশী। শুক্রবার সকালে হাটে গিয়ে দেখা যায়, দূর্গম বিলাইছড়ি সহ কাপ্তাইয়ের আশেপাশে অনেক এলাকা হতে বোট যোগে বেপারীরা পাহাড়ী গরু বিক্রি করতে নিয়ে এসেছেন।
গরু বেপারি আবুল কালাম, সোলাইমান বলেন, এই বছর দেশী গরুর চাহিদা বিশেষ করে পাহাড়ী গরুর চাহিদা বেশী থাকায় দাম একটু বেশী। দাম বেশী কেন জানতে চাইলে তিনি জানান, লকডাউনের ফলে বাজারে প্রয়োজনের তুলনায় গরু কম এসেছে, এইছাড়া এইবার পরিবহন খরচ অতিরিক্ত হওয়ায় দাম একটু বেশী হবে বলে তাঁরা জানান।

কাপ্তাইয়ের এই নতুনবাজার আনন্দ মেলাঘাট পশু বাজারে কাপ্তাই সহ এর আশেপাশে অনেক উপজেলা হতে লোকজন আসেন পশু ক্রয় করতে। এইসময় হাটে গরু কিনতে আসা রাঙ্গুনিয়ার আব্দুল খালেক জানান, পাহাড়ী গরুর কদর বেশি। এই গরু গুলো সব সময় পাহাড়ে জঙ্গলে থাকে প্রাকৃতিক খাবার খায়। খুব ঋষ্ট পুষ্ঠ হয়ে থাকে। কোন প্রকার মোটা তাজাকরণ ইনজেকশন ব্যবহার করা হয়না বলে এই সব গরুর চাহিদা বেশী থাকে বলে তিনি জানান ।
এই পশুর হাটে পশু কিনতে আসা কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন বলেন, এই বছর তুলনামূলক ভাবে পশুর দাম অনেক চড়া। এই হাটে পাহাড়ী গরুর কদর বেশী।
কাপ্তাই নতুনবাজার আনন্দ মেলা ঘাট ইজারদার মোঃ মনির জানান, অন্য বছরের তুলনায় এবার গরুর দাম বেচ চড়া। এখন একটু বেচাবিক্রি কম, তবে আগামি শনি কিংবা রবিবার হাটে লোকজনের সমাগম বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

এদিকে কাপ্তাইয়ের একমাত্র পশুর হাটে স্বাস্থ্য বিধী মেনে বেচাকেনা করতে কাপ্তাই উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ হতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে জানান, নতুনবাজার বনিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক একরামুল হক।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত