
প্রেস বিজ্ঞপ্তি
রজিউল্লাহ মুন্সি বাড়ি অল ফর ওয়ান সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে
উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইন্জিনিয়ারিং(ইইই) বিভাগের শিক্ষার্থী নাঈমুন মুকিম আকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ-র শিক্ষার্থী মোঃ আশরাফুল আলম সিফাত।
গত রবিবার (২৫ জুলাই) নবীন এই সংগঠনের সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটির নব-নির্বাচিতদের নাম ঘোষণা করেন বিদায়ী সভাপতি আরাফাত উদ্দীন এবং সাধারণ সম্পাদক মিফতাহ উদ্দীন।
নবাগত কমিটিতে অন্যরা হলেন সাংগঠনিক সম্পাদক-তোফাজ্জল হোসেন মানিক; তথ্য ও প্রচার সম্পাদক-মোঃ ফারুক উদ্দীন; অর্থ সম্পাদক-মোঃ হাসিবুর রহমান সিহাব; দপ্তর সম্পাদক-জাওয়াদুর রহমান; সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক-রোহান উদ্দীন এবং আপ্যায়ন সম্পাদক-সাব্বির রহমান ওয়াজিম।
এছাড়া সিনিয়র সদস্য হিসেবে থাকছেন মোঃ রাসেল, আরাফাত উদ্দীন, মিফতাহ উদ্দীন,শাহাদাত হোসাইন তানভীর এবং দেলোয়ার হোসেন মারুফ।
এবং সদস্য হিসেবে থাকছেন তাইফুর রহমান আলিফ, আবরার মাসুম হামিম ও তানজীমুল হক তাসিক।
নবনির্বাচিত সভাপতি নাঈমুন মুকিম আকিব বলেন,বাঁশখালী উপজেলার অন্তর্গত ৬নং ‘ক’ কাথরিয়া ইউনিয়নের রজিউল্লাহ মুন্সি বাড়ি এলাকায় একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে নবীন এই সংগঠন যেন এলাকার সবাইকে আলোকিত করতে পারে সেদিকটায় আমি গুরুত্ব দিবো। সর্বোপরি সংগঠনের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া কার্যক্রম ধারাবাহিকতার সাথে পরিচালনা করে একটি গতিশীল সংগঠন উপহার দেওয়ার ও আলোকিত রজিউল্লাহ মুন্সি বাড়ি গড়ার এবং উন্নয়ন প্রত্যয়ে ব্যক্ত করছি।