রাঙ্গুনিয়ায় টানা বৃষ্টিতে পাহাড় ধসের সম্ভাবনা, ফায়ার সার্ভিসের মাইকিং

নিজস্ব প্রতিবেদক

 

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।

গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে রাঙ্গুনিয়ায় পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে তাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাহাড়ের ঢালুতে বসবাসরত সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিসের মাইকিং

বৃহস্পতিবার(২৯জুলাই)সকালে উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম বাগাবিল সফিক টিলায় পাহাড় ধ্বস থেকে সাধারণ জনগণকে সতর্কতার জন্য ও নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করেন উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা।

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে তাই আমরা সাধারণ মানুষকে সতর্কতার জন্য ও নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করেছি।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত