ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) ঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের রাইখালী বাজার, কারিগর পাড়া এবং বড়খোলাপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মঈনুল হোসেন চৌধুরী । বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা হতে সাড়ে ১১ টা পর্যন্ত তিনি এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। পাশাপাশি করোনা প্রতিরোধে বিনা প্রয়োজনে মানুষকে ঘরের বাহিরে অহেতুক ঘোরাফেরা থেকে বিরত থাকার পরামর্শ দেন । এইছাড়া তিনি জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন সময় লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় সংক্রমণ রোগ নির্মূল ও প্রতিরোধ আইন- ২০১৮ এর ২৪ (ক) ধারায় ৩ টি মামলায় ৬শ টাকা জরিমানা আদায় করেন। এ সময় চন্দ্রঘোনা থানা পুলিশের টহল দল ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।