মোঃআবদুল হকঃ
জেলা প্রতিনিধি:মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার স্বাস্থ্য বিধি অমান্য করায় ১০ জনকে ২৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল সাড়ে ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত উপজেলার লেছড়াগঞ্জ ,চালা, রামকৃষ্ণপুর এবং ঝিটকা বাজারে মাস্ক পরিধান না করে এবং অহেতুক বাইরে ঘোরাঘুরি করে স্বাস্থবিধি ভঙ্গ করায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: বিল্লাল হোসেন। সহকারি কমিশনার (ভূমি) মোঃ বিল্লাল হোসেন বলেন, লেছড়াগঞ্জ, চালা, রামকৃষ্ণপুর এবং ঝিটকা বাজারে মাস্ক পরিধান না করে এবং অহেতুক বাইরে ঘোরাঘুরি করে স্বাস্থবিধি ভঙ্গ করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১০ জনকে জরিমানা করা হয়েছে