
শিমুল হাছান ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ সাজাপ্রাপ্ত আসামীক গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ভূক্ত তিন আসামীক আটক করেছে পুলিশ।
২৯ জুলাই বহস্পতিবার রাত থানার অফিসার ইনচার্জ মাহাম্মদ শহীদ হাসানের নির্দেশে এসআই মাঃ নুরুল ইসলাম, এএসআই শিকদার হাসিবুর রহমান সঙ্গীয় ফার্সসহ উপজলার বড়গাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ১’শ গ্রাম গাঁজাসহ সরাইল থানার মামলা নং-২৭, তারিখ-১৭/০৫/২০১৯ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনর ৩৬(১) এর ১০ (ক) জিআর নং-১৬২/২০১৯ এর জিআর সাজা পরোয়ানাভূক্ত ৮ মাসের বিনাশ্রম করাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী ইমানকে আটক করে।
৩০ জুলাই শুক্রবার রাতে অফিসার ইনচার্জের নির্দেশে এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চৌরাঙ্গা এলাকা থেকে সি-আর পরোয়ানাভুক্ত আসামী মোঃ তুষারকে আটক করে। একই দিন অফিসার ইনচার্জর নির্দেশে এসআই মাঃ নুরুল ইসলাম, এএসআই জুমায়ত হাসান সঙ্গীয় ফার্সসহ উপজলার খাজুরিয়া বাজার থেকে ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাঃ আহাদ হাসান সোহাগ (২২)কে আটক করে।
এ বিষয় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শহীদ হাসন জানান, গাঁজাসহ সাজাপ্রাপ্ত ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী এবং ওয়ারেন্ট ভূক্ত তিন আসামীক আটক করে আদালত প্রেরণ করা হয়েছে।