
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়াঃ
রাঙ্গুনিয়ায় এক ফল ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সোহেল ও সালাউদ্দিনকে (২আগষ্ট)সোমবার বিলাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছেন রাঙ্গুনিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বাড়ি পৌরসভার দক্ষিণ ঘাটচেক।
গত বৃহষ্পতিবার রাতে রাঙ্গামাটির এক ফল ব্যবসায়ীকে পোমরা ইউনিয়নের শান্তিরহাটের পরে সত্যপীর মাজার গেইট চট্টগ্রাম কাপ্তাই সড়কে জিম্মী করে ৮ লাখ টাকা ছিনতাইয়ের কথা পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ-বিষয়ে রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিল্কি বলেন,গত বৃহষ্পতিবার রাঙ্গামাটির এক ফল ব্যবসায়ী ৮ লক্ষ টাকা নিয়ে চট্রগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন পথে পোমরা ইউনিয়নের সত্যপীর মাজারের সামনে দু-জন লোক মোটরবাইক গাড়ির সামনে রেখে ব্যবসায়ী থেকে ৮ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় যাই। পরে ফল ব্যবসায়ী থানায় অভিযোগে করলে আমরা আসামি মো সোহেল ও সালাউদ্দীনকে সোমরা বিকালে ঘাটচেক থেকে আটক করি। পরে থানার আইনি প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার(৩আগষ্ট) সকালে আসামিকে কোর্টে প্রেরণ করা হয়।