রাঙ্গুনিয়া ইসলামপুরে পরিত্যক্ত ঘরে পেল অজ্ঞাত পাগলের লাশ

নিজস্ব প্রতিবেদক

 

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়াঃ

রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুরে পরিত্যক্ত একটি ঘরে সন্ধ্যান পেল এক মানসিক ভারসাম্যহীন পাগলের লাশ।
বুধবার(০৪আগষ্ট)সকালে ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মঘাছড়ি টেক পাড়ার এক পরিত্যক্ত ঘরে অজ্ঞাত এই পাগলের লাশের সন্ধান পায় স্থানীয়রা। স্থানীয়রা বলেন, গত কয়েক মাস ধরে এই পাগলকে এলাকায় ঘুরাঘুরি করতে দেখা যায় এবং এখানকার সবাই বিভিন্ন সময় তাঁকে খাবার দিত কিন্তু বিগত কয়েকদিন ধরে তাঁকে দেখা যায়নি। আজ (বুধবার) সকালে টেকপাড়ার একটি পরিত্যক্ত ঘর থেকে দুর্গন্ধ ছুটলে গিয়ে দেখা যায় এই পাগলের লাশ।

এ-বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাস্টার আবুল কালাম বলেন, পরিচয়হীন এই পাগল গত কয়েক মাস ধরে মঘাছড়ি টেকপাড়া-গাবতল এলাকায় ঘুরাঘুরি করত এবং বিভিন্ন সময় রাতে গুয়াল ঘর বা পরিত্যক্ত বাড়িতে ঘুমাতে দেখা যেত কিন্তু আজ সকালে একটি পরিত্যক্ত বাড়িতে তার মৃত লাশ দেখতে পেলে স্থানীয় বিয়টি আমাকে অবগত করে এবং আমি এবিষয়টি রাঙ্গুনিয়া থানায় অবগত করি।
রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিল্কী বলেন, আমরা জানতে পারি সে মানসিক ভারসাম্যহীন পাগল। আনুমানিক কয়েকদিন পূর্বে সে মঘাছড়ি টেক পাড়ার একটি পরিত্যক্ত ঘরে স্বাভাবিক ভাবে মারা যান।
এদিকে অজ্ঞান মানসিক ভারসাম্যহীন এই পাগলকে দাফন কাফন করেছে ইসলামপুর ইউনিয়ন গাউছিয়া কমিটির একটি টিম।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত