জামিল বিশ্বাস, মানিকগঞ্জঃ
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের এক দল যুব সমাজের উদ্দ্যেগে বাড়ি বাড়ি করোনার টিকা নিবন্ধন ও করোনারভাইরাসের সচেতনামূলক প্রচারণা করেন।যুব সমাজের পক্ষ থেকে জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান বলেন - ইউনিয়নে অধিকাংশ জনগণ করোনাভাইরাসের টিকা নিবন্ধন সম্পর্কে সচেতন নয়,সাধারণ জনগণ কিভাবে টিকার জন্য আবেদন করতে হয় সে সম্পর্কেও সচেতন নয়,তাই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা যে অবহেলিত-উপেক্ষিত সাধারণ জনগণকে টিকার আওতায় এনে সরকারকে সহযোগিতা করা।উদ্যোগতা মোঃ লিটন বলেন- করোনাভাইরাসের সচেতনার পাশাপাশি টিকা নিবন্ধন ও বিনামূল্য টিকা কাট সাধারণ জণগণের মাঝে পৌছে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।টিকা নিবন্ধন করে স্বাগতম জানিয়েছে মোঃ বাবু শাহ,গালা ইউনিয়নের জেসমিন আক্তার বলেন-আমারা মহিলারা একটা হতাশায় পড়ে গিছিলাম যে কিভাবে করোনাভাইরাসের টিকা নিবন্ধন করবো,কিন্তু এ যুব সমাজের উদ্দ্যেগে খুব সহজে বাড়িতে বসেই টিকার জন্য নিবন্ধন করে ফেললাম,যে জন্য বাংলাদেশ সরকার ও যুব সমাজকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুশীল সমাজ ও সচেতন নাগরিকগণ বাংলাদেশ সরকার ও যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন এবং পাশাপাশি সকলকে এগিয়ে আশার তাগিদ দিয়েছেন।