খুলনা,
ফটো সাংবাদিক রাজু শেখঃ
গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশ ১ কেজি শুখনা গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম'র নির্দেশনা মোতাবেক জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মতিউর রহমান'র সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে এসআই (নিঃ) মোঃ জিয়ারুল হক'র নেতৃত্বে এএসআই (নিঃ) রামচন্দ্র প্রামানিক, ড্রাই কং/৫১ মোঃ মোখলেছার রহমান, কং/৫৯৫ মোঃ আবু সায়েম সহ পলাশবাড়ী থানাধীন দুবলাগাড়ী মৌজাস্থ মোঃ আশরাফুল ইসলাম'র দোকানের পশ্চিম পার্শ্বে ঢাকা-রংপুর মহাসড়কে গাড়ী চেকিং ডিউটির সময় ৮ আগস্ট রবিবার ৪টা ৪৫ মিনিটের সময় ১ কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রাশেদুল ইসলাম (২৭), পিতা-মোঃ মুকুল ইসলাম ভুট্টু, মাতা-মোছাঃ জোসনা বেগম, স্থায়ী-গ্রাম-লিচু বাগান পাড়া (ডাকঘর-সাপটানা), থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাট ও শ্রী পুন্না রায় (২২), পিতা-মৃত সুবল চন্দ্র বর্মণ, মাতা-খিরোবালা, স্থায়ীগ্রাম-কিশামত শিমুলবাড়ী (ডাকঘর-নাওডাঙ্গা বালারহাট), থানা- ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা দৈনিক আলোকিত সকাল পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।