কাপ্তাই প্রতিনিধিঃ
দীপংকর তালুকদারের সালাম নিন,,
নৌকা মার্কায় ভোট দিন,এই শ্লোগান আওড়িয়ে পাড়ায়,মহল্লায় এবং ঘরে ঘরে আ'লীগ মনোনিত প্রার্থী দীপংকর তালুকদার তথা নৌকার সমর্থনে ভোট প্রার্থনা করছে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবীসহ বিপুল সংখ্যক সমর্থক। বৃহস্পতিবার ও শুক্রবার বিকেল থেকে চন্দ্রঘোনা ইউনিয়নের বড়ইছড়ি,বারঘোনা গেইট, ব্রীকফিল্ডএলাকা,কেআরসিস্কুল, কলাবাগান, ছাদেকের ঘোনা, চান্দিমা সিনেমা হলের পিছনের পাড়ায়,মহল্লাসহ এসব এলাকায় বসবাসরত মানুষজনের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছে।