কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবন করার অপরাধে ১ জনসহ মোট ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

 

খুলনা

ফটো সাংবাদিক রাজু শেখ

গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) ইকরাম হোসেন সিয়াম(৩৭), পিতা-মৃতঃ দেলোয়ার হোসেন, সাং-শেখপাড়া মৌলভী উদ্দীন সড়ক, থানা-সোনাডাঙ্গা মডেল, এ/পি-সাং-মোহাম্মদ নগর আদিউজ্জামান সড়ক, থানা-লবনচরা এবং ২) বিদ্যুৎ রায়(৩১), পিতা-গুরুপদ রায়, সাং-নিজখামার পাকার মাথায়, থানা-লবণচরা, খুলনা মহানগরীদ্বয়কে ৩৫ পিস ইয়াবাসহ মহানগরীর খুলনা ও লবণচরা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও, ৩) উজ্জল খান(৪০), পিতা-বাদশা খান, সাং-খাগদী, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর, এ/পি সাং-রোড নং-০৬ সোনাডাঙ্গা ২য় ফেজ, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরী কে মাদক সেবন করার অপরাধে সোনাডাঙ্গা মডেল থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় এবং মাদক সেবনকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত