খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

 

খুলনা

ফটো সাংবাদিক রাজু শেখঃ

খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসানের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদক, অস্ত্রসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে এসআই সৌরভ কুমারদাস মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে (০৯ আগস্ট) সোমবার রাত পৌনে নয়টার টার সময় মামলার ঘটনাস্থল রূপসা থানাধীন ইলাইপুর গ্রামস্থ ফকির বাড়ি মাদ্রাসা মোড়ে রূপসা হইতে মোংলা মহাসড়কের উত্তর পাশে জনৈক সুলতান আহমেদ খানের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামি ১। মোঃ হুসাইন শেখ (১৮), পিতা- মোঃ আছাবুর শেখ, মাতা- রাজিয়া বেগম, সাং- আদাঘাট, থানা- রামপাল, জেলা-বাগেরহাটকে গ্রেফতার করেন।

গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে একটি সিমেন্টের বস্তার তৈরী বাজার করা ব্যাগের মধ্যে বাঁশপাতা রংয়ের কাগজ দ্বারা মোড়ানো অবস্থায় ১০০ (একশত) গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা বের করে দেন। এসআই সৌরভ কুমার দাস উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে (০৯ আগস্ট) সোমবার রাত্র ০৯.০৫ টার সময় টর্চ লাইটের আলোতে জব্দতালিকা মূলে জব্দ করেন।

উক্ত ঘটনায় উপরোক্ত আসামীর বিরুদ্ধে এসআই সৌরভ কুমার দাস, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন।যার নং- ০৯, তারিখ- ১০/০৮/২০২১ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত