
ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজার থেকে টেকনাফে র্যাবের যৌথ টহল অনুষ্টিত হয়েছে। আজ মঙ্গলবার (৩১ জুলাই) নতুন ৫টিসহ সাতটি ক্যাম্প যৌথ ভাবে কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফে টহল দিয়ে র্যাব আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব শুরু করেন।
র্যাব-৭ কক্সবাজার সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর মেহেদি হাসান সংবাদিকদের জানান, সারাদেশে র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে কক্সবাজার ও টেকনাফ অঞ্চলে নতুন পাঁচটি ক্যাম্প চালু করা হয়েছে। এই অঞ্চলে বর্তমানে সাতটি ক্যাম্প ধারা মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশব্যাপী র্যাবের চলো যায় যুদ্ধে, মাদকের বিরুদ্ধে শীর্ষক অভিযান পরিচালিত হচ্ছে। কক্সবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে টেকনাফে র্যাবের নতুন পাঁচটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ জুলাই) আনুষ্ঠানিক টহলের মাধ্যমে যাত্রা শুরু করা হয়েছে।
সূত্র জানায়, টেকনাফ নাফনদীর পাশ্ববর্তী দেশ মিয়ানমার। সীমান্তে পাহারায় বিজিবি এবং কোস্টগার্ড রয়েছে। এ ছাড়াও রয়েছে পুলিশ বাহিনী। এর পরও ইয়াবা পাচার বন্ধ হচ্ছেনা। তাই ইয়াবা পাচার বন্ধে নতুন পাঁচটি ক্যাম্প স্থাপন করা হয়েছে