নড়াইল কালিয়া উপজেলায় ১টি দেশীয় অস্ত্র পাইপগান সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

 

খুলনা প্রতিনিধি- রাজু শেখঃ

নড়াইল জেলার কালিয়া উপজেলায় ১১/৮/২১ তারিখ গভীর রাতে গোপন সংবাদে ভোমবাগ গ্রামে দুই জনকে দেশীয় অস্ত্র নিয়ে ঘুরাঘুরি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার(কালিয়া সার্কেল) জনাব শেখ কনি মিয়া তার ফোর্স সহ ভোমবাগ গ্রামে অভিযান চালিয়ে রাত আনুমানিক ২ঃ৩০ মিনিটে হাতিয়ার সহ ২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন ১ নং আসামী ভোমবাগ গ্রামের মোহাম্মদ জাহের বিশ্বাসের সন্তান মোঃ শিমুল হোসেন(বিল্লাল -২৫) এবং ২ নং আসামী মৃত শামছুর রহমানের সন্তান মোঃ বিপুল হোসেন(২৭) একই গ্রামে বাড়ি।

কালিয়া থানা পুলিশ উভয়কে হাতিয়ার সহ গ্রেফতার করে এবং আইনি ব্যবস্থা গ্রহন করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত