পাঁচবিবিতে’তে প্রাক-বড়দিন পালিত

নিজস্ব প্রতিবেদক

মোঃ আহসান হাবিব (বাপ্পি) জয়পুরহাট প্রতিনিধি:
খৃীষ্টান ধর্মালম্বীদের বড় উৎসব তথা যীশুখৃষ্টের জন্মদিনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা’তে প্রাক-বড়দিন উপলক্ষে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার  বিকালে বিশাল আকৃতির কেককেটে প্রাক-বড়দিনের আনুষ্ঠানিকতার শুভ সুচনা করেন প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সাংসদ ও আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী আলহাজ¦ এ্যাডভোকেট সামছুল আলম দুদু। বাগজানা খৃষ্টিয় মন্ডলীর আয়োজনে মিঃ বাবুলাল টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন রকেট, প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন আঙ্গুর, বাগজানা ইউনিয়ন আঃলীগ সভাপতি ইউনুস আলী মন্ডল, সম্পাদক হাফিজুর রহমান, ঘোড়াঘাট চার্চ্চেস অবগর্ড মিশনের প্রতিনিধি মিল্টন মল্লিক (জন), বাগজানা খৃষ্টিয় মন্ডলীর সম্পাদক মেঘলাল মার্ডী ও আয়োজক কমিটির অন্যতম সদস্য রেনুকা মার্ডী প্রমুখ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত