ইমাম হোসেন জীবন ক্রাইম রিপোর্টার চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন শেরশাহ কলোনী এফ/ সি ২ লাইনের অস্থায়ী বাসিন্দা মোঃ নুর মোহাম্মদ প্রকাশ (এলান) এর ছোট ছেলে মোঃ শাকিব (১৩) বিদুৎ স্পষ্ট হয়ে মারা যায়।
পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে তিন টার দিকে শেরশাহ কলোনীর এফ/সি ২ নং লাইনে এঘটনা ঘটে। যুবক শাকিব শেরশাহ কলোনী ডাঃ হক হাই স্কুলে র (৭ম) শ্রেণির এক জন মেধাবী শিক্ষার্থী ছিলো। তার নিজ বাসায় ফ্রিজ পিচনের রুম থেকে সামনের রুমে আনার জন্য কাজ করছি।
ঐ সময় ফ্রিজের লাইনের কাজ করতে যায় শাকিব। তখন ফ্রিজের লাইনে বিদুৎ স্পষ্ট হয় শাকিব, তাৎক্ষনিক ভাবে বড় ভাই শাকিল সি এন জি যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।