কাপ্তাইয়ের পরিবহন শ্রমিক নেতাদের সাথে জরুরী বৈঠকে ইউএনও মুনতাসির জাহান ঃ পূর্বের ভাড়ায় চলবে পরিবহন

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করবেন না। পূর্বে যে ভাড়া নির্ধারন ছিল এখন সে ভাড়াই চলবে পরিবহন। কাপ্তাই -চন্দ্রঘোনা সড়কে যাত্রীদের কাছ থেকে ভাড়া নিয়ে এত অভিযোগ তা শুনে কান জ্বালাপালা হয়ে গেছে।
বৃহস্পতিবার (১২আগষ্ট) সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সিএনজি সমিতির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী ও সংবাদকর্মীদের নিয়ে জরুরী বৈঠকে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মুুনতাসির জাহান পরিবহন নেতাদের উদ্যোশে এই মন্তব্য করেন।

প্রসঙ্গতঃ লকডাউন শিথিল হওয়ার পরও সরকারি বিধি-নিষেধ অমান্য করে কাপ্তাই – চট্টগ্রাম সড়কে চলাচলরত শত শত সিএনজি চালক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন যাত্রী সাধারণ । ফলে সড়কে ভাড়া বৃদ্ধি নিয়ে চালক এবং যাত্রীদের মধ্যে বাকবিতন্ডা হয়। বিষয়টি সামাজি যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হলে উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি গোচর হয় এবং তিনি বৃহস্পতিবার জরুরী বৈঠক করেন।

বৈঠকে চন্দ্রঘোনা থানার ওসি ( তদন্ত) ইশতিয়াক, কাপ্তাই থানার উপ পরিদর্শক খলিলুর রহমান, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, কাপ্তাই সিএনজি সমিতির সম্পাদক ইমান আলী,সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, কাপ্তাই প্রজেক্ট সিএনজি সমিতির সভাপতি মুনসুর আহমেদ,রাইখালী সিএনজি মালিক সমিতির সভাপতি থয়সায়প্রু চৌধুরী রুবেল, সম্পাদক মোঃ জাফর উপস্থিত ছিলেন।

 

ছবিসংযুক্তঃ কাপ্তাই -চন্দ্রঘোনা সিএনজি ভাড়া নির্ধারন নিয়ে সমিতির লোকদের নিয়ে কাপ্তাই ইউএনওর বৈঠক।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত