হিজরি নববর্ষ

নিজস্ব প্রতিবেদক

বছর ঘুরেই এল আবার
পবিত্র হিজরি নববর্ষ,
খোশ আমদেদ সুখের বারতা
ভালোবাসায় উৎকর্ষ।

মুহররমের স্নিগ্ধমাখায়
বাংলায় শ্রাবণধারা,
সব যেন তাঁর অপার দান
সৌন্দর্য নজর কাড়া।

পবিত্র আশুরার সুখ দুঃখ
মুসলিম বিশ্ব কায়েম,
ইমাম হোসাইনের আত্ম বলিদানে
ইয়াজিদ বিধ্বংসী জালেম।

হিজরি নববর্ষ গননা শুরু
হযরত ওমর (রাঃ) করেন,
সেই থেকে বিশ্ব চলে সঠিক পথে
সময় চাঁদ উঠাতে ধরেন।

আরবী মাস শুরু হয় কেবল
আল্লাহ’তালার মাজেজায়,
উঁকিঝুকি আকাশ জুড়ে দেখি
সূতার মত উঠা চাঁদটায়।

———————–
পারভীন আকতার
শিক্ষক,কবি ও প্রাবন্ধিক।
চট্টগ্রাম।
[email protected]

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত