রাঙ্গুনিয়ায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের মেয়াদি প্রশিক্ষণের কোর্স সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

 

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়াঃ

কম্পিউটার শিখুন নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলুন এ-স্লোগানকে সামনে রেখে বেকারত্ব দূরীকরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আমাদের গ্রাম কারিগরি কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রের ৬ মাস মেয়াদি কোর্সের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৩আগষ্ট)সকাল ১০টায় শুরু হয় এবং ১২টায় শেষ হয়। ১০০নাম্বারের এ-পরিক্ষায় লিখিত ৮০ ও ২০নাম্বারের ছিল প্রেকটিকেল পরিক্ষা। এসময় উপস্থিত ছিলেন আমাদের গ্রাম কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক দ্বিপায়ন সুশীল, উত্তর পদুয়া ডিজিটাল পোস্ট অফিসের পরিচালক সুভাষ শীল। কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব পালন করেন মাস্টার স্বপন শীল ও মাস্টার জিশু দাশ। আরো উপস্থিত ছিলেন অন্তর শীল, দেবপ্রিয় বড়ুয়া প্রমুখ।

আমাদের গ্রাম কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক দ্বিপায়ন সুশীল বলেন- সরকারের পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বেকারত্ব দূরীকরণে আমরা কম্পিউটার শিক্ষা পৌছে দিচ্ছি। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটার প্রশিক্ষণ ছাড়া কোন প্রতিষ্ঠানে চাকরি বা ব্যবসা করতে পারবে না। তাই সকল শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তি শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্র হতে এই পর্যন্ত প্রায় ৩ হাজার শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত