আনোয়ারা কোরিয়ান জুতা কারখানার সামনে দুটি বাস মুখোমুখি সংঘর্ষ।

নিজস্ব প্রতিবেদক

এম.এস.রানা,চট্টগ্রামঃ

আনোয়ারা কেইপিজেড কেএসআই জুতা কারখানার সামনে আজ(২৯/১২/২০১৮)আনুমানিক সকাল ৮ঃ৩০মিঃ তাদের স্টাপবাহী দুটি গাড়ি ব্রেক ফেইল হয়ে অন্য গাড়ির সাথে ধাক্কা লেগে মারাত্মক দুর্ঘটনা। আহত অনেক এবং ৪ জনের মত নিহতের স্থানীয় সুত্রে জানা যায়। আহতদের চট্টগ্রাম মেডিকেল নেয়া হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত