
খুলনা সদর
ফটো সাংবাদিক রাজু শেখঃ
সুন্দরবনের হরিন শিকারীরা কয়েক হাজার ফাদঁসহ চাদপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ এনামুল হক এর হাতে আতœসর্ম্পন করেছে। আজ সোমবার সকাল ১০টায় চিলা ইউনিয়নের জয়মনি ও বৈদ্যমারী গ্রাম থেকে ৯ জন শিকারী হরিণ শিকারের সরঞ্জামাদীসহ ফরেষ্ট অফিসে গিয়ে সেচ্ছায় আত্মসমর্পন করে। পুর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, কয়েকদিন যাবত সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে হরিণ শিকারের প্রবনতা বেড়েছে বলে অভিযোগ আসছে। ফলে চাদঁপাই রেঞ্জের বনরক্ষীরা টহল জোরদার করে বেশ কয়েকটি অভিযান চালিয়ে মাংসহ শিকারীদের আটকও করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এমন পরিস্থিতিতে আজ সোমবার সকালে চিলা ইউনিয়নের আবজাল ব্যাপারির ছেলে সাজ্জাক ব্যাপারি, সালাম সরদার’র ছেলে এমদাদুল সরদার, সেকেন্দার আলী শেখ’র ছেলে মহিদুল শেখ ও তার সহদর রেজাউল শেখ, ইসমাইল মোল্যা’র ছেলে জাহাঙ্গীর মোল্যা, হাবিবার মুসল্লির ছেলে বাচ্ছু মুসল্লি, আব্দুল কাদের খাঁন’র ছেলে আতাউর খাঁন, ইসমাইল শেখ’র ছেলে রুবেল শেখ ও ইয়ার আলী জোমাদ্দার’র ছেলে ফরিদ জোমাদ্দার। এসময় তারা ভবিষ্যতে কখনও কিটনাশক বা ফাদঁ দিয়ে সুন্দবনের হরিণসহ কোন বন্যপ্রানী শিকার করবো না বলে ৯ শিকারী স্টাম্পে স্বাক্ষর করে ও মুসলিম ধর্মের পবিত্র আল কোরআন নিয়ে অঙ্গিকারের মাধ্যমে শপথবাক্য পাঠ করে আত্মসমর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা এনামুল হক, স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান, সিএসসির আহবায়ক চিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম রাসেল, ইউপি সদস্য অলিয়ার রহমান সরদার, বন রক্ষি মিজানুর রহমানসহ আরো অনেকে।