বৃহস্পতিবার খুলছে কাপ্তাইয়ের সব বিনোদন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

সাড়ে ৪ মাস পর আবারোও মুখরিত হবে কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্র গুলো। করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় গত পহেলা এপ্রিল হতে দেশের অন্যান্য স্থানের মতো বন্ধ হয়ে যায় কাপ্তাইয়ের সব বিনোদন কেন্দ্র গুলো। ফলে বিশাল ক্ষতির মুখে পড়ে পর্যটন স্পটের মালিকরা। বিশেষ করে বেসরকারি পর্যটন কেন্দ্র গুলোর অবস্থা খুব নাজুক ছিল। ইতিমধ্যে অনেকে বেতন দিতে না পেরে ছাঁটাই করেছিলেন তাদের অনেক কর্মকর্তা কর্মচারীকে।
কাপ্তাই শিলছড়ি প্রশান্তি পিকনিক স্পটের ম্যানেজার মাসুদ তালুকদার বলেন, সরকারি ঘোষণা আসার পর আমরা আবারোও নতুন রুপে সাজিয়েছি আমাদের এই পিকনিক স্পটকে। বিনোদন প্রেমীরা এবার এসে আরোও নতুনত্ব পাবে। তবে সকলকে মাস্ক পড়ে যথাযথ স্বাস্থ্য বিধী মেনে বিনোদন কেন্দ্রে আসার জন্য তিনি অনুরোধ জানান।
কাপ্তাই বনশ্রী পর্যটন কেন্দ্রের মালিক প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরী বলেন, ইতিমধ্যে আমরা অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। পর্যটন শিল্পকে বাঁচাতে সরকারের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।
উল্লেখ্য যে, কাপ্তাইয়ে ৪১ বিজিবি পরিচালিত ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁ, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত কাপ্তাই জীবতলি লেকশোর, কাপ্তাই লেকভিউ, নৌ বাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটি পরিচালিত লেকপ্যারাডাইস পিকনিক স্পট ইতিমধ্যে তাঁর সৌন্দর্য এবং অবকাঠামোগত সুবিধা কারনে পর্যটকদের কাছে আকর্ষনিয় পর্যটন কেন্দ্র হিসাব পরিচিতি লাভ করেছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত