
খুলনা সদর
ফটো সাংবাদিক রাজু শেখ
মন্দির ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে হিন্দু মহাজোট বটিয়াঘাটা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার বেলা ১১ টায় থানা মোড়ে এক মানববন্ধন প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,এদেশে সংখ্যালঘুদের উপর চরম অত্যাচার নির্যাতন বেড়ে গেছে। কোনভাবেই এই নির্যাতনকারীদের দমন করা যাচ্ছে না। বারবার প্রশাসনকে বলেও কোন কাজ হচ্ছে না। প্রকৃত আসামি না ধরে দায়সারা অবস্থায় কয়েকজনকে আটক করে তারা তাদের দায় এড়াতে যাচ্ছেন। সম্প্রতি খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে দুবৃত্তদের হাতে সংখ্যালঘুদের বাড়িঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনা ঘটে। তারই প্রতিবাদে সারাদেশে চলছে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
মানববন্ধনে সংখ্যালঘু সংরক্ষণ আইনের ও সুষ্ঠ বিচার দাবী করে বক্তব্য রাখেন বক্তারা। এ সময় প্রতিবাদ, মানববন্ধন সমাবেশে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইচ চেয়ারম্যান নিতাই গাইন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, মহাজোট জেলা কমিটির সাধারণ সম্পাদক পরাগ রায়, অধ্যাপক গৌর চন্দ্র পাল, প্রহ্লাদ জোদ্দার,বটিয়াঘাটা প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহিন,সাবেক সভাপতি ও উপদেষ্টা সাংবাদিক শেখ আব্দুল হামিদ, বিআরডিবি এর চেয়ারম্যান ও সাংবাদিক এসএম ফরিদ রানা, সাংবাদিক হিরামন মন্ডল সাগর, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, সহ-সম্পাদক শাহিন বিশ্বাস, সাবেক ইউপি সদস্য কানন মল্লিক সহ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।