জয়পুরহাটের অর্ধেকের বেশি কেন্দ্রই ‘গুরুত্বপূর্ণ’।

নিজস্ব প্রতিবেদক

মোঃ আহসান হাবিব (বাপ্পি) জয়পুরহাট (প্রতিনিধি)

জয়পুরহাট জেলার দুটি সংসদীয় আসনের মোট ভোটকেন্দ্রের অর্ধেকেরও বেশি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ বলে চিহ্নিত করেছে প্রশাসন। এ জেলায় মোট ২৪৯টির মধ্যে ১৮৩টিকে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ।
এর মধ্যে জয়পুরহাট-১ আসনে ১৪৬টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ৯৫টি এবং জয়পুরহাট-২ আসনে ১০৩টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ৬৮টি। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম। নির্বাচন কমিশন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জয়পুরহাট-১ আসনের (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ২৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ২৪৫ জন ও নারী ভোটার ২ লাখ ৮৫ জন। এ আসনে এবার নতুন ভোটার হয়েছেন ৩৮ হাজার ৪১১ জন। জয়পুরহাট-২ আসনের (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) মোট ভোটার ৩ লাখ ৭ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫১ হাজার ৫০৭ জন ও নারী ভোটার ১ লাখ ৫৫ হাজার ৭৯১ জন। এর মধ্যে নতুন ভোটার ২৮ হাজার ২৮৮ জন। জেলা পুলিশ বিভাগের ডিআই ওয়ান নুরুজ্জামান চৌধুরী জানান, জেলার মোট ২৪৯টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ১৬৬টি আর সাধারণ কেন্দ্র ৮৩টি। গুরুত্বপূর্ণ চিহ্নিত কেন্দ্রগুলোয় আলাদা নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত