
লায়ন্স জেলা ৩১৫ বি-৪,বাংলাদেশ এর ঐতিহ্যবাহী লায়ন্স ক্লাব অব চিটাগং মহানগর এর ২০২১-২২ সেবা বর্ষের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গত ২০/০৮/২০২১ ইং তারিখ চট্টগ্রাম সিনিয়ার্স ক্লাব লিঃ এ অনুষ্ঠিত হয়। দুই পর্বের এই অনুষ্ঠানে প্রথম পর্ব বিগত বছরের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার দিবাকর সেনগুপ্তের সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন নানু প্রিয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সেক্রেটারী রিপোর্ট ও ট্রেজারার রিপোর্ট উপস্থাপন ও সভাপতির অনুভুতিমূলক বিদায়ী বক্তব্যের পর নতুন সভাপতির নিকট গংগেবল হস্তান্তর এর মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি হয়। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান ২০২১-২২ সেবা বর্ষের প্রেসিডেন্ট লায়ন অঞ্জন শেখর দাশ সি আই পি এর সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন মশিউর রহমান চৌধুরী মাহীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ক্লাবের নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে ক্লাবের সিনিয়র লায়ন লিডারদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন ডাঃ দেবাশীষ দত্ত, লায়ন ডাঃ শ্যামল বৈদ্য, লায়ন ডাঃ সুভাষ চন্দ্র সূত্রধর, লায়ন ডাঃ মনতোষ, লায়ন অশেষ কুমার উকিল, লায়ন পরিমল কান্তি দাশ, লায়ন অনুপ সেন, লায়ন এডভোকেট সঞ্জিবন চন্দ্র সরকার, এছাড়াও আরো উপস্থিত ছিলেন লায়ন পরেশ চৌধুরী, লায়ন ওয়াহিদুল ইসলাম সিকদার, লায়ন লিটন দে, লায়ন শ্যামল কুমার ধর, লায়ন অমিত কুমার হোড়,লায়ন শিমুল নন্দী, লায়ন ফজলে এলাহী টিপু, লায়ন মোজাম্মেল হক চৌধুরী সহ অন্যান্য লায়ন সদস্যবৃন্দ সহ উপস্থিত ছিলেন মহানগর লায়ন্স এর ইয়ুথ প্রজেক্ট লিও ক্লাব মহানগর এর প্রেসিডেন্ট লিও জমির উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট লিও সাইফুল ইসলাম, সেক্রেটারী লিও দিপাশা, ট্রেজারার লিও চৈতী দাশ, ক্লাব টেমার লিও ইমন।
প্রেস বিজ্ঞপ্তি,