কাপ্তাইয়ে প্রাণ ফিরেছে পর্যটনেঃ সাপ্তাহিক ছুটিতে সরগরম বিনোদন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ

প্রাণ ফিরে পেয়েছে কাপ্তাইয়ের পর্যটন শিল্প। দীর্ঘ সাড়ে ৪ মাস পর গত ১৯ আগস্ট দেশের অন্যান্য স্থানের মতো কাপ্তাইয়ের সব বিনোদন কেন্দ্র গুলো খুলে দেওয়া হয়। খোলার শুরুতে পর্যটক কিছুটা কম হলেও গত শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখা যায় প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। শুক্রবার বেলা ১২ টা হতে সন্ধ্যা পর্যন্ত কাপ্তাইয়ের শিলছড়ি প্রশান্তি পার্ক, বিজিবি পরিচালিত ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁ, কাপ্তাই নৌ বাহিনী পরিচালিত লেক প্যারাডাইস, সেনাবাহিনী পরিচালিত লেকশোর ও লেকভিউ পিকনিক স্পটে গিয়ে দেখা যায়, রাঙামাটি জেলা সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা হতে পরিবার পরিজন ঘুরতে এসেছে অনেকেই। আবার কেউ কেউ ইঞ্জিন চালিত বোট নিয়ে কাপ্তাই লেক ভ্রমন করেছে।

শুক্রবার বিকেল ৪ টায় শিলছড়ি প্রশান্তি পার্কে কথা হয় পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার শাকিল – ইয়াসমিন দম্পতির সাথে। তাঁরা জানান, দীর্ঘ লকডাউনে ছেলে মেয়েরা ঘরে বসে থাকতে থাকতে একটু মনমরা হয়ে গেছিল। তাই তাদের মনটাকে একটু প্রশান্তি দিতে আজকে এই প্রশান্তি পার্কে আসা।

ওয়াগ্গা বিজিবি পরিচালিত জুম রেস্তোরাঁয় ঘুরতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিরাজ, রাকিব, সুজয়, অনিন্দ্য জানান, এমনিতে বিশ্ববিদ্যালয় বন্ধ, ফলে নেই কোন আড্ডা, তাই দলবেঁধে এইখানে ঘুরতে আসলাম। কর্ণফুলির নদীর তীরে বসে মনটাকে একটু হালকা করলাম।

কাপ্তাই প্রশান্তি পার্কের ম্যানেজার মাসুদ তালুকদার জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে এইখানে প্রচুর পর্যটক এসেছে। তবে আমরা সরকারি নির্দেশনা নির্দেশনা অনুযায়ী মুখে মাস্ক না পড়ে কোন পর্যটককে পার্কে প্রবেশ করতে দিচ্ছি না।

কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন জানান, পর্যটন শহর হিসেবে খ্যাত রুপসি কাপ্তাইয়ে সাপ্তাহিক ছুটির দিনে প্রচুর পর্যটক আসে। কাপ্তাইয়ের প্রবেশ মুখ রেশম বাগান পুলিশ চেকপোস্ট এলাকায় সার্বক্ষণিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন এবং বিনোদন কেন্দ্রের আশেপাশে আমাদের নিয়মিত পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন । সকল পর্যটকরা সরকারি নির্দেশনা মেনে যাতে বিনোদন কেন্দ্রে যায় সেই জন্য তাদেরকে পুলিশের পক্ষ হতে অনুরোধ করা হচ্ছে ।।

ছবির ক্যাপশনঃ কাপ্তাই প্রশান্তি পার্কে বিনোদন প্রেমিরা। শুক্রবার তোলা ছবি।।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত