খুলনা বিশেষ প্রতিনিধি রাজু শেখঃ
বটিয়াঘাটা উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ নজরালইসলাম এর কার্যযলয় করোনা ভাইরাস ও শ্বাস কষ্টের রোগীদের জন্য একটি অক্সিজেন সিলিন্ডার, একটি ফ্লো মিটারসহ উপহার দেন বটিয়াঘাটা পল্লিসঞ্চয় ব্যাংক এর শাখা ব্যবস্তকপক দেবু টিকেদারজ উপহার সামগ্রী প্রদান করেন। এসময় বটিয়াঘাটা স্বাস্থ্য কম্প্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার অভিজিৎ মল্লিক উপহার সামগ্রি গ্রহন করেন, এসময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা মানবধিকার কর্মী এস এম হাফিজুর রহমা, পল্লিসঞ্চয় ব্যাংক এর কম্পিউটার অপারেটার মোস্তাফিজুর রহমান,ক্যাশ এসিস্টেন কামাল হোসেন,পিল্ড সুপার ভাইজার বনানি মন্ডল,পিল্ড সুপার ভাইজার অনিমেষ ভক্ত ও আরো অনেকে উপস্থিত ছিলেন,