মোরেলগঞ্জে গাঁজাসহ দুই মাদক

নিজস্ব প্রতিবেদক

 

ব্যবসায়ী আর বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে কুঠিবাড়ি এলাকা থেকে তাদেরকে গাঁজাসহ আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ীরা হল-কুঠিবাড়ি আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা আকব্বর শেখের ছেলে মিরাজ শেখ(২৮) ও একই এলাকার আব্দুল হামিদ তালুকদারের ছেলে হালিম তালুকদার(৩৮)। তাদের কাছে থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে পুথক দুটি মামলা দায়ের হয়েছে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে কিছু লোক অপেক্ষা করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় হালিম ও মিরাজকে হাতেনাতে আটক করা হয়।
আটক হালিম তালুকদারের নামে মোরেলগঞ্জ থানায় ৫টি ও মিরাজের নামে মাদক আইনে ২টি মামলা রয়েছে। তারা উভয়েই মাদক ব্যবসায়ী বলেও এ কর্মকর্তা জানান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত