জামিল বিশ্বাস বিশেষ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নে তিন ফসলি জমি কেটে রাস্তা নির্মাণ করাই ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষিজীবীরা।
সরেজমিনে দেখা যায় যে, উওর চাঁনপুর কাউসার বিশ্বাসের বাড়ি হতে রতনদিয়া গ্রামের ইসলামের বাড়ি পর্যন্ত প্রায় ৩০ বিঘা তিন ফসলি কৃষি জমির মাটি কেটে রাস্তা নির্মান করেন একদল কুচক্রি মহল।
রাস্তাটি কিভাবে তৈরি করা হল সে বিষয়ে জানতে চাইলে কৃষি কাজের উপর নির্ভরশীল রহিমা বেগম (৫৫) বলেন- রাস্তা সম্পর্কে আমি কিছুই জানিনা,রাতের আধারে কারা জেন আমার শেষ সম্বল ১২ শতাংশ কৃষিজমি কেটে রাস্তা তৈরি করে।এ সম্পর্কে ভুক্তভোগী লাইলি বেগম বলেন আমার প্রায় ৬ বিঘা কৃষি জমি রাতের আধারে কেটে রাস্তা করে।
এ ঘটনার ভুক্তভোগী ও এলাকাবাসীর পক্ষে হতে মকবুল বিশ্বাস জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয় যে, কৃষি জমি নষ্ট হলে অনেক পরিবার হতাশা ও দিশেহার হয়ে যাবে।কৃষকদের জীবিকানির্বাহ অনেক কষ্টসাধ্য হবে।
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিকুরজ্জামান বলেন- অভিযোগ পেয়ে ঘটনাস্থল সরেজমিনে পর্যবেক্ষণ করেছি, কৃষকদের ও কৃষিকাজের ক্ষতি হয় অবশ্যই এমন কোন কাজ করা হবে না।