মানিকগঞ্জের হরিরামপুরে আবৃত্তি অনুষ্ঠান “কাব্য প্রহর”

নিজস্ব প্রতিবেদক

 

মোঃ আব্দুল হক, ঢাকা বিভাগীয় ব্যুরো প্রধান:

গত ০৫ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ বিকাল ৫ ঘটিকায় ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অর্বাচীন নাট্যদলের আয়োজনে আবৃত্তি অনুষ্ঠান “কাব্য প্রহর” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আবু সাঈদ, সাবেক অভিভাবক সদস্য, ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়। উপস্থাপনায়ঃ আসাদুল ইসলাম আসাদ। আবৃত্তিতে যারা অংশগ্রহণ করেছে ….১/ শাওন সগীর সাগর, ২/ আসাদুল ইসলাম আসাদ, ৩/তমাল শিকদার,৪/ অনিক খান,৫/রাহাত বিন আল হাদী,৬/ ওয়ালিদ বিন আল হাদী, ৭/ সিয়াম মোল্লা, ৮/ হাসান খান, ৯/ রাসেদুল ইসলাম রবিন,১০/ মোঃ শাওন, ।। অনুষ্ঠান বাস্তবায়নে নেপথ্যে শ্রম দিয়েছেন অর্বাচীন নাট্যদলের সদস্য নিলা, ধ্রুব, টিপু, হাসান, রানা, শিশির, সোহান, হৃদয়, আরমান, আসিক, রাজিব, তপু, সোহান। সার্বিক তত্বাবধানেঃ অনিক খান( অভি)
শুভেচ্ছান্তে- তিষান আহাম্মেদ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত