হরিরামপুরের ঝিটকা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যদের সাথে থানা অফিসার ইনচার্জ (ওসি) এর মত বিনিময়

নিজস্ব প্রতিবেদক

 

মোঃ আব্দুল হক, ঢাকা বিভাগীয় ব্যুরো প্রধান:

মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার ঐতিহ্যবাহী ঝিটকা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যদের সাথে গত ০৬-০৯-২০২১ইং তারিখ হরিরামপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) জনাব সৈয়দ মিজানুর ইসলাম মত বিনিময় করেন। মত বিনিময়কালে তিনি বলেন বাজারের ব্যবসায়ীদের জান-মাল নিরাপত্তার স্বার্থে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আরও বলেন বাজারে যাহাতে রাতে কোন বড় ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য পাহারাদার আরও জোরদার করতে নির্দেশ প্রদান করেন।পাহাড়াদারদের দায়িত্ব সঠিক ভাবে পালনের স্বার্থে প্রয়োজনীয় জিনিসপত্র প্রদানের নির্দেশ দেন।তিনি আর আশ্বস্ত করেন যে, বাজারে যদি কেউ কোন রকম আইন বিরুদ্ধ কার্যক্রম পরিচালনা করেন বা বহিরাগত কেউ আইন শৃংখলা বিনষ্ট করার চেষ্টা করে তাহলে সাথে সাথে জানানোর জন্য, এর প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন মোঃ জহিরুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক, মোঃ হাবিবুর রহমান খোকন, ক্যাশিয়ার, মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য, মোঃ হায়দার আলী মন্ডল, সদস্য, ঝিটকা বাজার ব্যবসায়ী সমিতি। উক্ত মত বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হরিরামপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারগন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত