চট্টগ্রামে কটুমবাড়ী সহ ছয় দোকানকে র্যাবের ২ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগরীর ললখান বাজার ওয়াসার মোড়ে অবস্থিত কুটুমবাড়ি রেষ্টুরেন্ট সহ পাঁচটি দোকানকে র্যাবের ভ্রাম্যমাোণ আদালতের ম্যাজিস্ট্রেট নাছির উদ্দীন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যা সামগ্রী সহ বিভিন্ন দোকানে ভেজাল দ্রব্য রাখার দায়ে দুই লক্ষ টাকা জরিমানা করেছেন।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকাল পৌনে চারটার সময় নগরীর ওয়াসা মোড়ে কুটুমবাড়ি রেষ্টুরেন্ট সহ বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম র্যাব ৭ সদরদপ্তরের র্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনায় অংশ নেয়া র্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছির উদ্দীন।

তিনি অভিযান পরিচালনা শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসাবে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে কুটুমবাড়ি রেষ্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে ও বিভিন্ন দোকানে ভেজাল পণ্যসামগ্রী বিক্রির দায়ে দোষী ব্যক্তিদের প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত