
আমজাদ সিকদার মানিকগঞ্জ প্রতিনিধি:
হরিরামপুর থানাধীন চালা ইউনিয়নের সাপাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন করিম খান (৪৪)এর স্ত্রী ওয়ারিশ সূত্রে ১.৮১ শতাংশ জায়গার মালিক হয়ে উক্ত সম্পত্তি তাহার ছেলে জামিল খান এর নামে হেবার ঘোষনাপত্র দলিল করিয়া দেন, দলিল নং- ১০৫৬। উক্ত জায়গার উপর একটি ঘর উত্তোলন করিয়া জামিল ডোকোরেটর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করিয়া আসছিলেন। গত ১৬-০৯-২০২১ইং তারিখ উক্ত ঘরটি ভেঙ্গে, দুমরে মুচরে ফেলে, ঘরে রক্ষিত বহু মূল্যবান ডেকোরেটর জিনিসপত্র লুট হয়ে যায়। এ বিষয়ে হরিরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। উক্ত জায়গা নিয়ে ইতি পূর্বে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, মানিকগঞ্জ এ একটি পিটিশন মোকদ্দমা মামলা দায়ের করা হয়। মামলা নং- ৩৩২ (হরি)/২০১৯। ইতিপূর্বে উক্ত মামলায় বাদী ডিক্রিপ্রাপ্ত হয়েছেন। উক্ত ঘটনার প্রত্যেক্ষদর্শী মোঃ উসমান খান ও হাফিজুর রহমান বলেন ডেকোরেটর ঘরটি ভেঙ্গে ঘরের ভিতরের মালামাল সরিয়ে নিতে তারা দেখেছেন। এ বিষয়ে থানায় যোগাযোগ করা হলে তদন্ত অফিসার মোশারফ হোসেন জানান উক্ত ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।