
ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক কালের ছবি পত্রিকা র প্রধান বার্তা সম্পাদক, ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ মাকসুদুল বারী স্বপন স্যারকে সাপ্তাহিক কাপ্তাই সংবাদ ও আজকের কর্ণফুলী র প্রধান সম্পাদক হিসাবে যোগদান করায় আর ই গ্রুপ পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আর ই গ্রুপ প্রকাশিত সাপ্তাহিক কাপ্তাই সংবাদ ও আজকের কর্ণফুলী র বার্তা সম্পাদক, সম্পাদক ও নির্বাহী সম্পাদক এবং প্রকাশক এর পক্ষ থেকে অভিনন্দন।