
কবি-সুমাইয়া সুমি
এক যে ছিলো সোনার মেয়ে
রুপসা নদীর পাড়ে,
প্রকৃতি যেন ব্যাকুল হইতো
পাইতে কাছে তারে।
মেঘের মত চুল ছিল তার
চাঁদের মত রুপ,
মুক্তা ঝরা হাসি দেখতে
মিষ্টি লাগতো খুব।
ভ্রমর কালো চোখ দুটি তার
বাঁশীর মত নাক,
বিধি তারে রুপে গুনে
রাখেনি কোথাও ফাঁক।
সেই সে মেয়ে কেমনে জানি
পড়লো কারো মায়ায়,
চাঁদের মত মুখ খানি তার
ঢাকলো কালো ছায়ায়।
মিষ্টি ঠোঁটো নেইতো এখন
মুক্তা ঝরা হাসি,
কোন সে পাষান পরালো তারে
এমন নিঠুর ফাঁসি।
কবি পরিচিতি:
নাম: সুমাইয়া সুমি
জন্মস্থান: নড়াইল জেলার লোহাগড়া থানায় ইতনা গ্রামে।