এবার চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের সদস্যরা চাঁদাছেয়েছে পুলিশ কর্মকর্তার ভাইয়ের কাছে

নিজস্ব প্রতিবেদক

এবার চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের সদস্যরা চাঁদা ছেয়েছে এক পুলিশ কর্মকর্তার ভাইয়ের কাছে! চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় শাহনেওয়াজ নামের এক ব্যাক্তির কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবী করেছে বর্তমান সময়ের দেশের আলোচিত খুন, চাঁদাবাজি, ধর্ষণ, সহ, দাঙ্গাহাঙ্গামার সাথে জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসব কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কর্মী হিসাবে পরিচয় দিয়ে এলাকায় বসবাস করলেও এদের মুল কাজ হচ্ছে রাজনৈতিক দলের নেতাদের নির্দেশে প্রতিপক্ষকে ঘায়েল করতে দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি করে চাঁদাবাজি, ছিনতাই সহ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করা।

নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় কিশোর গ্যাংয়ের লিডার ডিকু সিকদার ও বাঙ্গালী বাবুর নির্দেশে কিশোর গ্যাং সদস্য টিটু ও তার দলবল সহ গতকাল ( ৪ সেপ্টেম্বর) সোমবার রাত দশটার সময় ধারালো অস্ত্র নিয়ে ১৫/২০ জনের একটি দল কিশোর গ্যাং সদস্য টিটুর নেতৃত্বে শাহনেওয়াজ নামের ঐ ব্যাক্তিকে বাসায় গিয়ে খুজতে থাকে। এসময় শাহনেওয়াজ বাসায় নেই এই কথা বল্লে শাহনেওয়াজের পরিবারকে অশালীন ভাষায় গালমন্দ করে বলে আগামী ৩ দিনের মধ্যে ২০ হাজার টাকা চাঁদা না দিলে তার বসবাসরত বস্তিঘর দখল করে নিবে। এসময় কিশোর গ্যাংয়ের অন্য সদস্যরা বলে দাবীকৃত চাঁদার টাকা সময়মত না পেলে শাহনেওয়াজ ও তার পরিবারকে চট্টগ্রাম ছাড়তে হবে বলে হুমকি প্রদর্শন করে।

এসব কিশোর গ্যাংয়ের সদস্য ও তাদের নিয়ন্ত্রণকারী লিডারদের নামে স্থানীয় থানায় অঙ্গহানি, চাঁদাবাজি মাদক সহ একেক জনের নামে ৫/৬ টির অধিক মামলা রয়েছে। এসব কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণ করতে কোন ঘটনায় মামলা দায়ের পর প্রশাসনের অভিযানের মুখে কিছুদিন আত্মগোপনে থেকে প্রশাসনের তৎপরতা কেমন তা দেখে পুনরায় প্রকাশ্যে জড়িয়ে পড়ে আবারও অপরাধ কর্মকাণ্ডে।

আজ (৫ সেপ্টেম্বর) দুপর সাড়ে ১২,টার সময় কিশোর গ্যাং সদস্য টিটুর নেতৃত্বে পুনরায় অভিযোগকারী শাহনেওয়াজকে আজকের মধ্যে দাবীকৃত চাঁদার টাকা পরিশোধ না করলে হাত পা ভেঙ্গে চট্টগ্রাম ছাড়া করার হুমকি দেওয়ার পর তিনি স্থানীয় থানায় গিয়ে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জন অপরাধীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়েরর বিষয়টি নিশ্চিত করে তদন্ত কর্মকর্তা এসআই খাজা এনাম সংবাদ মাধ্যমকে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত