বিশেষ প্রতিনিধি চট্টগ্রামঃ
পটিয়া ৮নং কাশিয়াইশ ইউনিয়নে ৯নং ওয়ার্ড বাকখাইন গ্রামে বাকখাইন দক্ষিণ পাড়া শাহী জামে মসজিদ সংস্কার কাজ কে কেন্দ্র করে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল মালেক কে মামলা হুমকির দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত ২৭/০৯/২০২১ইং বাকখাইন দক্ষিণ পাড়া শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আনদুল মালেক বাদী হয়ে স্হানীয় ৮নং কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বরাবরে অভিযোগ দায়ের করেন বলে সভাপতি আবদুল জানান। তিনি আরো বলেন, দৈনিক আলোচিত কন্ঠ, দৈনিক মাতৃজগত, সাপ্তাহিক কাপ্তাই সংবাদ ও আজকের কর্ণফুলি টিভি চ্যানেলের সংবাদ প্রতিনিধি দের আবুল কালাম মেম্বারে অপকর্মে তথ্য প্রদান করেন।
স্হানীয় সুত্রে আরো জানা গেছে, সাবেক করিম মেম্বার, মসজিদ কমিটির সভাপতি ও মোঃ তাজ উদ্দীন জানান,ভূমিদস্য আবুল কালাম মেম্বার অত্র মাদক,জুয়া,ইয়াবার আস্তানা গড় সৃষ্টি হিন্দু পরিবার সম্পওি ও সরকারী বেড়িবাঁধ জায়গা জোরপুর্বক দখল,মদ খেয়ে মাতাল অবস্তা লোকজন কে গালিগালাজ এবং ক্ষমতার প্রভাব হাটিয়ে সরকারী রোডের ব্রিক সলিনের ইট নিয়ে সেমিপাঁকা ঘর তৈরীসহ সহ সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে তাহারা জানান। বাকখাইন শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল মালেক মাননীয় সাংসদ, উপজেলা নির্বাহী অফিসার, পটিয়া থানার অফিসার ইন-চার্জ ও স্হানীয় চেয়ারম্যান মোঃ আবুল কাশেম সাহেব সহ সকল উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছেন।