
কবি- সুমাইয়া সুমি
শ্রাবনের এই বাদল ধারায়
করতে স্নান আয়রে আয়,
শীতল জলের কোমল পরশ
মাখবো আজি সারাটি গায়।
কাদা জলে আজ লুটোপুটি খাবো
দিঘীর জলে মারবো ঝাঁপ,
পাড়ের মাটিতে পিছল কাটিবো
কাদায় আকিবো পায়ের ছাপ।
দুহাতে ধরিয়া কদমের থোকা
উঠানে নাচিবো তাধিন ধিন,
মোদের খুশিতে তাল মেলাতে
শুকনো পাতারা বাঁজাবে বীণ।
হিজল ফুলেরা দল বেধে যাবে
কোলা ব্যাঙের বিয়েতে আজ,
কোমল বিটপি সেই হরষে
সাজবে আজিকে নতুন সাজ।
কেয়া ফুলেরা হাসছে দ্যাখো
তাদেরও খুশির অন্ত নাই,
এমনও দিনে গোমড়া মুখে
ঘর কুনো হয়ে থেকোনা ভাই।
বৃষ্টিস্নান করতে তোরা
কে কে যাবি আয়রে আয়,
শীতল জলের কোমল ছোয়া
মাখবো আজি সারটি গায়।
কবি পরিচিতি:
নাম: সুমাইয়া সুমি
জন্মস্থান: নড়াইল জেলার লোহাগড়া থানায় ইতনা গ্রামে।