চট্টগ্রামে সদস্য পদ সংগ্রহ নিয়ে আ,লীগের দু,গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক

খুলশী থানা প্রতিনিধিঃ

নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দলীয় সদস্য পদের ফরম পূরণ নিয়ে আ,লীগের দু,গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া।

সোমবার ( ১১ সেপ্টেম্বর) বিকেল ৫,টার সময় আমবাগান টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভিতরে সদস্য পদের ফরম পূরণ করতে গিয়ে স্থানীয় কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী ও ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড আ,লীগের সাধারণ সম্পাদক কায়সার মালিকের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এই ঘটনা ঘটে।

এদিকে আ,লীগের দু’পক্ষের সংঘর্ষ এড়াতে আগে থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক সহ পুলিশের দুটি টীম উপস্থিত ছিলো। কিন্তু বিকেল পাঁচটার সময় টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভিতর থেকে বাহির হয়ে মিছিল শুরুর পর এক পক্ষ অন্য পক্ষকে ধাওয়া দেওয়ার পর উভয় পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা।

উপস্থিত পুলিশ সদস্যরা ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে প্রশাসনেরt উর্ধতন কর্মকর্তাদের অবহিত করলে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ এসে উভয় পক্ষকে ধাওয়া দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত রাত দশটা পর্যন্ত আমবাগান আ,লীগের দলীয় কার্যালয়ের সামনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এইদিকে দু’পক্ষের মধ্যে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আ,লীগের এক নেতা।

দলীয় দু গ্রুপের ধাওয়ার পাল্টা ধাওয়ার বিষয়টি নিশ্চিত করে ১৩,নং পাহাড়তলী ওয়ার্ড আ,লীগের সাধারণ সম্পাদক কায়সার মালিক এই প্রতিবেদককে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক গত (৭ সেপ্টেম্বর) থেকে ১৩, নং পাহাড়তলী ওয়ার্ডে আ,লীগের সদস্য পদের ফরম পূরণ কাজ শুরু হয়েছে।
সদস্য পদ সংগ্রহের কাজটি সম্পূর্ণ করতে বিভিন্ন ইউনিটকে একসাথে ক,খ,গ শাখায় ভাগ করা হয়। ৭ তারিখে ক ও ৯ তারিখে খ ইউনিটের কাজ সম্পূর্ণ হওয়ায় পর আজ গ ইউনিটের সদস্য পদের ফরম পূরণের সময় বিকেল বেলা আগে সদস্য পদের কাজ সম্পূর্ণ হওয়া ক ও খ ইউনিটের দায়িত্ব পালন করা সাবেক সিটি কলেজ ছাত্রলীগের নৈশ শাখার সাধারণ সম্পাদক হেলাল ও হাসেম শহ এর নেতৃত্বে বেশকিছু বহিরাগত লোকজন নিয়ে আমবাগানে এসে সদস্য পদের ফরম পূরণের কাজে বাধা দেয়। এরপর আমরা সংঘাত এড়াতে ঘটনাস্থল ত্যাগ করার সময় হেলাল হাসেম শাহ ও কালা নাছিরের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা এলাকার আ,লীগের সদস্য পদের ফরম পূরণ করতে আসা লোকজনকে ধাওয়া করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দলীয় পরিচয় নিয়ে দলীয় সাংগঠনিক কাজে বাধা সৃষ্টিকারীরা দলের লোক হতে পারে না। তিনি আরও বলেন, আজকে ঘটে যাওয়া এসব বিষয়ে আগে থেকে চট্টগ্রাম মহানগর আ,লীগের সভাপতি – সম্পাদক সদস্য পদ সংগ্রহের সময় এক ইউনিটের লোক যেন অন্য ইউনিটে গিয়েচ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই জন্য মহানগর আ,লীগের পক্ষ থেকে প্রতি ওয়ার্ডে চিঠি দিয়ে এসব বিষয়ে নির্দেশনা দেওয়ার পরেও কিভাবে দলীয় শৃঙ্খলা অমান্য করে দলের সাংগঠনিক কাজে বাধা প্রধান করেছে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মহানগর আ,লীগের সিনিয়র নেতৃবৃন্দ যেন তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় এটা তৃনমুল পর্যায়ের নেতাকর্মীর প্রত্যাশা। সেই সাথে ওয়ার্ড আ,লীগের এই নেতা দাবী করেন আজকের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে স্থানীয় থানায় চাঁদাবাজি, খুন সহ জায়গা দখলের একাধিক মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, ঘটনার আগে থেকেই আমাদের পুলিশ মোতায়েন থাকায় সংঘাত এড়াতে সফল হয়েছি। তিনি এই প্রতিবেদককে আরও বলেন, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন আছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত