প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০১৯, ৬:০৫ পূর্বাহ্ণ
বিপুল ভোটের ব্যবধানে জননেতা ডঃ হাসান মাহমুদের জয়লাভ

শ্রীকান্ত চৌধুরী ,রাঙ্গুনিয়া হতে
৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়ার উন্নয়নের কান্ডারী জননেতা ডঃ হাসান মাহমুদ এম পি মহোদয় বিপুল ভোটের ব্যাবধানে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন !!রাঙ্গুনিয়া এবং আংশিক বোয়ালখালি এলাকার ২ লাখ ১৭ হাজার ১৫৫ ভোট পেয়ে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ তথা মহাজোটের প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার এবং প্রকাশনা সম্পাদক জননেতা ডঃ হাসান মাহমুদ জয়লাভ করেন !!৩০ ডিসেম্বর রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলাকালে রাঙ্গুনিয়ার ৮৮ টি কেন্দ্র এবং বোয়ালখালির ৮ টি কেন্দ্রের সর্বমোট ২ লাখ ৬৯ হাজার ৩২৯ ভোটারের মধ্যে ভোট জমা হয় ২ লাখ ২৬ হাজার ৫২৮ ভোট !! ৩০ ডিসেম্বর রাত ৮ টার সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বানি কর্মকর্তা জনাব মোঃ মাসুদুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন !! আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ডঃ হাসান মাহমুদ ২ লাখ ১৭ হাজার ১৫৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হন !তাঁর নিকটতম প্রতিদন্ধী ঐক্যফ্রন্টের মোঃ নুরুল আলম ধানের শীষ প্রতীকে ভোট পায় ৬হাজার ৬৫ ভোট !মোমবাতি প্রতিকে ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা সৈয়দ আবু নওশাদ নঈমী ২হাজার ৫ ভোট পায় ,আম প্রতিকে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি প্রার্থী মোঃ জিয়াউর রহমান পায় ৬৭৬ ভোট ,হাতপাখা প্রতিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ নেয়ামতুল্লাহ পায় ৫৮৯ ভোট এবং তাঁরা প্রতিকে জেএসডি জাতীয় সমাজতান্ত্রিক দল এর মো মাহাবুবুর রহমান পায় ৪১ ভোট !!!
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ৩৫ হাজার ভোটের ব্যাবধানে যুদ্ধাপরাধীর দায়ে সাজাপ্রাপ্ত ফাঁসীর রায় কার্যকর হওয়া আসামী সালাউদ্দিন কাদের চৌধুরীকে পরাস্ত করে সংসদ সদস্য নির্বাচিত হন জননেতা ডঃ হাসান মাহমুদ !বাংলাদেশ সরকারের একবার প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে পূর্নমন্ত্রীর দায়িত্ব পালন করে সফলতার বিরত্ব দেখিয়েছেন তিনি ,এরপরে ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদন্ধীতায় সংসদ সদস্য নির্বাচিত হন !সর্বশেষ ২০১৮ সালের ৩০ শে ডিসেম্বর বিপুল ভোটের রায়ে আবারো সংসদ সদস্য নির্বাচিত হন রাঙ্গুনিয়ার জনমানুষের নেতা অঢেল উন্নয়নের কান্ডারী জননেতা ডঃ হাসান মাহমুদ !!
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.