নাপসা’র জরুরী নোটিশ

নিজস্ব প্রতিবেদক

আসসালামু আলাইকুম।
নোটঃ রবিবারে ১৭ অক্টোবর, প্রেস ক্লাব চত্ত্বরে বিকাল ৪ টায়ঃ
নাপসা’র কেন্দ্রীয় চেয়ারম্যান জনাব আলমগীর নূর এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবীতে “নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন (নাপসা- বাংলাদেশ)’র মানববন্ধন কর্মসূুচি আগামী রবিবারে ১৭ অক্টোবর, প্রেস ক্লাব চত্ত্বরে বিকাল ৪ টায় যথারিতি অনুষ্ঠিত হবে। আপনাকে স্ববান্ধব উপস্থিত হওয়ার অনুরোধ জানাচ্ছি।
নিবেদক-
মো: আতিকুর রহমান, মহাসচিব,
মর্জিনা আক্তার লুসি,প্রধান সমন্বয়কারী।
শিব্বির আহমদ ওসমা,
সাংগঠনিক সম্পাদক,
(নাপসা-বাংলাদেশ)
০১৮৫১৮৪৪৮৯৮

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত