
নগরীর খুলশী থানাধীন ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের আমবাগান এলাকায় মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের ঘটনার মামলা দায়ের। গত ( ২৫ সেপ্টেম্বর) সোমবার রাত সাড়ে ৮,টার সময় নালাপাড়া বস্তির কিশোর গ্যাং সদস্য সুমন ওরফে চাকমা সুমন (১৮) নেতৃত্বে খুলশী থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আলমগীরের কাছে ২০ হাজার টাকা দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে আলমগীরের বাবার দোকানে হামলা চালিয়ে মাদক ব্যবসায়ী আলমগীরের পিতা আব্দুল বাতেন (৪৮) কুপিয়ে রক্তাক্ত জখম করে।
আলমগীর ও তার সহযোগীরা হামলার ঘটনার খবর পেয়ে আলমগীর ও তার সহযোগী কিশোর গ্যাংয়ের লিডার বাঙ্গালী বাবুর নেতৃত্বে পাল্টা ধাওয়া দিলে দু,,গ্রুপ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের ঘটনায় খবর পেয়ে স্থানীয় খুলশী থানা টহলরত পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর দু, গ্রুপের সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে আহত আলমগীরের পিতা বাতেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করে।
স্থানীয় সুত্রে জানাযায় মাদক ব্যবসায়ী আলমগীরের বাবা আব্দুল বাতেন থেকে কিশোর গ্যাংয়ের সদস্য সুমন ওরফে চাকমা সুমন জেল থেকে বের হয়ে ২২ হাজার টাকা চাঁদা দাবী করে সুমনের দাবীকৃত চাদর টাকা না দিতে নির্দেশ দেয় কিশোর গ্যাংয়ের লিডার বিজয় কুমার দে প্রকাশ বাঙ্গালি বাবু ( ২৪)।কিশোর লিডার বাঙ্গালী বাবুর নামে গত কয়েক মাসে বিভিন্ন অপরাধের ঘটনায় স্থানীয় থানায় সর্বোমোট ৭ টি এজাহারী মামলা আছে।
এসব দাঙ্গা হাঙ্গামার ঘটনায় জড়িত দুপক্ষই স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন হিরনের সমর্থক বলে জানিয়েছেন স্থানীয় লোকজন পুলিশ সূত্রে জানাযায়।