ঝুলন দত্ত, কাপ্তাই
সারাদেশের ন্যায় কাপ্তাই এ বিতরন করা হলো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে নতুন বই। কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকালে বই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি অমল কান্তি দে এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, শিক্ষা কর্মকর্তা খুরশীদ আলম চৌধুরী, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মো: গোলাম গফুর, সহকারী শিক্ষা কর্মকর্তা নিমি চাকমা। বই বিতরণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার। এরপর ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে অতিথিবৃন্দ বই বিতরণ উৎসবে অংশ নেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি হেডম্যান অরুন তালুকদারের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, ৫ নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তংঙ্গগ্যা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, শিক্ষা কর্মকর্তা খুরশীদ আলম চৌধুরী, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তংঙ্গগ্যা, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সাংবাদিক নুর হোসেন মামুন সহ স্কুলের পরিচালনা কমিটির সদস্য,শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্হিত ছিলেন। এদিকে কাপ্তাই শহীদ সামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বই উৎসবের উদ্বোধন করেন রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াই চিং মার্মা। স্কুলের প্রধান শিক্ষক মো: হানিফ এর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কাপ্তাই পানি বিদ্যু কেন্দ্রের ব্যবস্হাপক এ টি এম আব্দুর জাইয়ের, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। বই উৎসবের রঙ্গ লেগেছে কাপ্তাই বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে। কাপ্তাই উপজেলা মহিলা ক্লাবের সভানেত্রী আফরোজা আক্তার রেখা প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে শিক্ষক রাজেস ভট্রাচার্যের সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি স্কুলের দাতা সদস্য খোরশেদুল আলম কাদেরী, স্কুল পরিচালনা কমিটির সদস্য মো: আবুল কাসেম, স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক ফয়সাল আমিন কাদেরী, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। এদিকে কাপ্তাই শিশু নিকেতন, চিৎমরম উচ্চ বিদ্যালয়, ওয়াগ্গা লোটাস শিশু সদন, নৌ বাহিনী স্কুল, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় সহ উপজেলার ১৭ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৫২ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে বিনামূল্য বই তুলে দেওয়া হয়। বই বিতরণ অনুষ্ঠানে বক্তাগন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সাল হতে ১ লা জানুয়ারী বই উৎসব ঘোষনা করেছেন, যার ফলে বছরের প্রথমদিন কোটি কোটি শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাচ্ছে, যা পৃথিবীর আর কোন দেশে নাই।